অবশেষে মুক্ত মেয়র, আধুনিক ট্রাকস্ট্যান্ড নির্মাণের ঘোষণা

5882_1448794658ডেস্ক রিপোর্টঃ রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানের সময় অবরুদ্ধ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক প্রায় তিন ঘন্টা পর মুক্ত হয়েছেন।

বের হয়ে তিনি রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি ট্রাক টার্মিনাল গঠন করার প্রতিশ্রুতি দেন। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, ‘‘সড়কে কোনো গাড়ি রাখা যাবে না, এ জন্য আধুনিক ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হবে। ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। আমি আপনাদের নগরপিতা। আপনারা আমার ছেলে। আমি কারো শত্রু নই।’

শ্রমিকদের শান্ত হয়ে ঘরে ফিরে যেতেও অনুরোধ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।

এর আগে ঢাকা রোববার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়রা উচ্ছেদকারীদের ওপর ইট পাটকেল ছুড়লে পুলিশ গুলি ছোড়ে। এতে জসিম (৪০) নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হন।

এ সময় আলোচনার জন্য মেয়র আনিসুল হক বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসের ভেতর ছিলেন। তখন স্থানীয় লোকজন মেয়রকে অবরুদ্ধ করে রাখেন।