গোলাপগঞ্জে পৌর নির্বাচনে প্রার্থী নির্ধারনে বিএনপির কর্মীসভা
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী নির্ধারনে কর্মীসভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মীসভা অনুষ্টিত হয়।
পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জৈন্তা-কানাইঘাট আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক এডঃ আব্দুল গাফফার, আবুল কাহের শামীম, আব্দুল রাজ্জাক, আলী আহমদ, আব্দুল মান্নানসহ গোলাপগঞ্জ পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সভা সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মেয়র পদে ৬ জন ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেন। তারা হলেন পৌর বিএনপির বর্তমান সভাপতি মশিকুর রহমান মহি, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজ চৌধুরী, সিনিয়ির সহ সভাপতি হাসান এমাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম পাপলু।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সেক্রেটারি পৌর কাউন্সিলর নজরুল ইসলাম জানান,এই কর্মীসভায় গোলাপগঞ্জ পৌর নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী ৫ জন প্রার্থীর নামের তালিকা সিলেট নেতৃবৃন্দের কাছে দেওয়া হয়েছে। তারা যে প্রার্থীকে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সেই প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হবে।তাদের এই সিদ্ধান্তে গোলাপগঞ্জ পৌর বিএনপির কোন নেতৃবৃন্দের আপত্তি থাকবেনা।