ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

JHALAKATI TIB MANOBBONDON PICমোঃ আল-আমিন, ঝালকাঠি প্রতিনিধি :  ‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই’ দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। শহরের ফায়ারসার্ভিস মোড়ে শনিবার সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনকে (কপ-২১) উপলক্ষ্যে জলবায়ু তহবিলের বরাদ্দ এবং ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহি, শুদ্ধাচার ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের লক্ষে এ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন সনাক সভাপতি প্রফেসর গুলনাহার বেগম, সাবেক সভাপতি প্রফেসর লাল মিয়া, দি হাঙ্গার প্রজেক্টের স্থানীয় প্রতিনিধি মোঃ জাকির হোসেন, জেলা ব্র্যাক প্রতিনিধি আব্দুস সামাদ, ইয়েস সদস্য আমিনুল ইসলাম ও পুষ্পিতা সোম। এতে টিআইবির সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্য এবং সমমনা বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।