সিলেটে ৩৫ কেজি ওজনের অজগর অবমুক্ত

Sylhet_Khadim_pic_28.11.15ডেস্ক রিপোর্টঃ সিলেটের খাদিম নগর জাতীয় উদ্যানে ৩৫ কেজি ওজনের অজগর অবমুক্ত করেছে সিলেট বন বিভাগ কর্তৃপক্ষ। শনিবার সকাল ৯টায় সিলেট সদর উপজেলার আমতলা পাহাড়ি এলাকায় শিশুরা খেলতে গিয়ে ১৫ ফুট লম্বা অজগর সাপটি দেখে স্থানীয়রা সাপটি আটক করে। পরে স্থানীয়রা সিলেট বন বিভাগে খবর দিলে সিলেট বন বিভাগের এফ জি বশির আহমদের নেতৃত্বে একটি দল সাপটি উদ্ধার করে খাদিম নগর জাতিয় উদ্যানে অবমুক্ত করে।
সিলেট বন বিভাগের এফ জি বশির আহমদ জানান, খাবারের সন্ধানে অজগর সাপটি লোকালয়ে চলে আসে।সাপটির ওজন প্রায় ৩৫ কেজি এবং সাপটি সুস্থ থাকায় সেটিকে কোন ধরণের চিকিৎসার প্রয়োজন হয়নি । সাথে সাথে অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে।