বগুড়ায় শিয়া মসজিদে হামলার দায় স্বীকার আইএসের
ডেস্ক রিপোর্টঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার হরিপুরে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলার দায় স্বীকার করেছে সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকে পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ বা ‘সাইট’ এ দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার নামাজের সময় এই হামলায় মসজিদটির মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন এবং ইমামসহ তিনজন মুসল্লি গুলিবিদ্ধ হন।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবীব বলেন, কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে চার মুসল্লি আহত হন। আহতদের রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ভর্তি করা হয়। সেখানে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন মারা যান। গুলিবিদ্ধরা হলেন- মসজিদের ইমাম উপজেলার চককানু মধ্যপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে মাওলানা শাহীনুর রহমান (৩৫), আলাদিপুরের খরু মণ্ডলের ছেলে তাহের মিস্ত্রী (৫৫) এবং একই এলাকার কুদু প্রামাণিকের ছেলে আফতাব আলী (৪২)। নিহত মোয়াজ্জেম হোসেন হরিপুর উত্তরপাড়ার মৃত বছির উদ্দিনের ছেলে।