গোতামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

BSFডেস্ক রিপোর্টঃ লালমনিরহাটের উত্তর গোতামারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার মধ্য রাতে একদল বাংলাদেশী গরু ব্যবসায়ী উত্তর গোতামারী সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে ৯০১ মেইন পিলার দিয়ে প্রবেশের চেষ্ঠা করে।
এসময় ২১ বিএসএফের বড় মরিচা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাদের ছোড়া গুলি অমূল্য চন্দ্র বর্মনের বুক ভেদ করে বেরিয়ে যায়। এতে ঘটনা স্থলেই সে মারা যায়। পরে অন্যরা তার লাশ বাড়ীতে দিয়ে যায়। নিহত অমূল্য চন্দ্র হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া গ্রামের মৃত মহেশ চন্দ্রের ছেলে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আহমেদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কড়া প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।