সিলেট মহানগর জাসদের দপ্তর সম্পাদক সাংবাদিক এহিয়ার পদত্যাগ
যোদ্ধা অপরাধীদের বিচারের রায় কার্যকর করার পর পাকিস্তান কতৃক উর্দ্ধপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবীতে গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা চেতনা মঞ্চ সিলেট আয়োজিত মানব বন্ধন কর্মসূচিতে মহানগর জাসদের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। মহানগর জাসদের সভাপতি জাকির আহমদ ও সাধারণ সম্পাদক নাজাত কবির মানব বন্ধনে অংশ নেওয়ার জন্য আমাকে বলেন। দপ্তর সম্পাদক হিসাবে মানব বন্ধনে অংশ নিয়ে তাৎক্ষণিক ভাবে জরুরী প্রয়োজনে আমি চলে যাই। পরবর্তীতে অনলাইন সিলেট টু ডে ২৪. কম ও সিলেট ভিউ সহ অন্যান্য অনলাইন পত্রিকায় সংবাদ শিরোনামে বিক্ষুপ্ত মানব বন্ধন কারীরা সিলেটের জনপ্রিয় দৈনিক সিলেটের ডাকে অগ্নি সংযোগ করে দেখে সিলেটের ডাকে কর্মরত হিসাবে আমি বিচলিত হই। ইতি পূর্বে সিলেটের ডাক কতৃপক্ষ নিউজ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছেন, এর পর পত্রিকা পুরানো অত্যান্ত গর্হিত ও দুঃখ জনক কাজ। যা একজন সচেতন নাগরিক হিসাবে আমি মেনে নিতে পারছি না। দেশের বর্তমান প্রেক্ষাপট ও মীমাংসিত বিষয় নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দৈনিক সিলেটের ডাক পুরানোর প্রতিবাদে সিলেট মহানগর জাসদের দপ্তর সম্পাদক পদ থেকে আমি মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া পদত্যাগ করছি।
প্রেস বিজ্ঞপ্তি।