চুনারুঘাটে ক্রিকেট এসোসিয়েশন (সিসিএ) সিক্স এ সাইড টুর্নামেন্টের শুভ উদ্বাধন
চুনারুঘাট প্রতিনিধি ॥
চুনারুঘাটে ক্রিকেট এসোসিয়েশন (সিসিএ) কর্তৃক আয়োজিত সিক্স এ সাইড টুর্নামেন্টের শুভ উদ্বাধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টর আয়োজন লক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুনারুঘাটে ক্রিকেট এসোসিয়েশন (সিসিএ)’র আহবায়ক মাজেদুল ইসলাম লুবনের সভাপতিত্বে ও সিসিএ’র সদস্য মোঃ সাজিদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তাজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন সিসিএর সাবেক সভাপতি নরুল ইসলাম, বর্তমান উপদেষ্টা আব্দু রউফ। বক্তব্য রাখেন, সিসিএ সদস্য সচিব জোবায়ের আলম জুয়েল, সদস্য মোঃ মিজানুর রহমান সেলিম, বোরহান উদ্দিন তালুকদার বাদল, জয়নাল হোসেন রিপন, জোনাইদ মিয়া, এস এম সোহাগ, সাইদুর রহমান রাসেল, মাইদুল ইসলম ও ইফতেখারুল আলাম রিপন প্রমুখ।