তামিমকে গালি দেয়ার অভিযোগ অস্বীকার করলেন সিলেট সুপারস্টার্সের আজিজুল ইসলাম
খেলাধুলা ডেস্ক: গত সোমবার বিপিএলের দ্বীতিয় দিনের প্রথম খেলায় মুশফিকের সিলেট সুপাস্টারসের বিপক্ষে মাঠে নামে তামিমের চিটাগং ভাইকিংস। এ ম্যাচের আগে নানা নাটকীয়তার এক পর্যায়ে এক ঘন্টারও বেশী সময় পর শুরু হয় খেলা।এ ম্যাচে মাত্র ১ রানের নাটকীয় জয় পায় তামিমের দল। খেলা পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনে এসে তিনি ম্যাচের আগের অনেক ঘটনা তুলে ধরেন। সেখানে তিনি অভিযোগ করেন তার সাথে খারাপ ব্যবহার করেছেন সিলেট সুপারস্টার্সের ফ্র্যাঞ্চাইজ আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল ইসলাম। শুধু তাই নয় তিনি তামিমকে গালি দিয়েছেন বলেও অভিযোগ করেন।চট্টগ্রাম ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের দাবি, তার পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন আজিজুল। কিন্তু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন সিলেট সুপারস্টার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আজিমুল ইসলাম। যিনি আজিজুলেরই পুত্র।মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাবাকে নির্দোষ দাবি করে আজিমুল বলেন, ‘তামিম যে জাতীয় দলের এবং দেশের সম্পদ তাতে কোনো সন্দেহ নেই। তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে। তাই তাকে গালাগাল করার প্রশ্নই ওঠে না। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’প্রয়োজনে ঘটনার তথ্য-প্রমাণ দেখাতেও প্রস্তুত সিলেট সুপারস্টার্সের প্রধান নির্বাহী, ‘আমাদের কাছে পুরো ঘটনার ভিডিও ফুটেজ আছে। বিসিবি চাইলে ঘটনার প্রমাণ দিতে আমরা প্রস্তুত।’উল্টো তামিমের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে সিলেটের এই কর্মকর্তা বলেন, ‘সংবাদ সম্মেলনে তিনি গিয়েছিলেন খেলার কথা বলতে। অথচ সেখানে গিয়ে তিনি বলেছেন ব্যক্তিগত কথা। ব্যক্তিগত কথা বলার জায়গা তো সেটা নয়। তার কোনো অভিযোগ থাকলে বিসিবির কাছে জানানো উচিত ছিল। এভাবে বলা ঠিক হয়নি।’জাতীয় দলের ওপেনারের বিরুদ্ধে আরো অভিযোগ করে আজিমুল বলেন, ‘খেলা শুরু হবে কিছুক্ষণ পর। অথচ মাঠে তখন চেয়ারে বসেছিলেন তামিম। সেটা কি তার উচিত হয়েছিল? আমরা তো সে বিষয়ে কোনো অভিযোগ করিনি বা কথা বলিনি।’এনওসি জটিলতায় দুজন বিদেশিকে মাঠে নামাতে না পেরেও ক্ষুব্ধ সিলেটের প্রধান নির্বাহী, ‘আমাদের খেলোয়াড়দের এনওসি ছিল। কিন্তু বিসিবি নিষেধ করায় আমরা তাদের মাঠে নামাইনি। আমরা খেলোয়াড়সুলভ আচরণই করেছি।’আজিমুলের দাবি, বাণিজ্যিক কারণে নয়, ক্রিকেটকে ভালোবেসেই তারা বিপিএলে অংশ নিচ্ছেন।