নৌ-খাতে দৃশ্যমান অগ্রগতিতে বাংলাদেশ

Nou_580430800ডেস্ক রির্পোটার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে নৌ-মন্ত্রী শাজাহান খানের প্রচেষ্টায় নৌ-খাতে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। দেশের অভ্যন্তরে শুধু নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এ খাতে উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে বলে জানিয়েছেন নৌ-সচিব শফিক আলম মেহেদী।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিপিং রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।সচিব বলেন, ভিশন-২০২১ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলোতে সহায়ক হিসেবে রয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।শফিক আলম বলেন, আমাদের আরও ৬টি নতুন জাহাজ কেনার প্রক্রিয়া চলছে। স্বাধীনতার পরে ৭টি ড্রেজার কেনা হয়েছিল। পরে আমরা ১১টি কিনেছি। আরও ২০টি ড্রেজার যোগ হচ্ছে। এভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদের অর্জন সন্তোষজনক।সম্প্রতি ভারতের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে নৌ-সম্পর্ক ঐতিহাসিক ও হাজার বছরের হতে পারে।ভবিষ্যতে বাংলাদেশের যাত্রী ও পর্যটকরা নৌ-পথে ভারতে যাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিতও দেন নৌ-সচিব।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, জিকরুর রেজা খানম, নাসির আরিফ মাহমুদ, উপসচিব সাইফুল ইসলাম (সচিবের একান্ত সচিব), সিনিয়র সহকারী সচিব আবেদ আলী প্রমুখ।