আগামী বছর ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগ
খেলাধুলা ডেস্ক: ক্রিকেটে চলছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ। এবার ফুটবলেও চালু হচ্ছে ফ্যাঞ্চাইজি ভিত্তিক লিগ। আগামী বছরের নভেম্বরের দিকে অন্তত ৬টি দল নিয়ে হবে এ টুর্নামেন্ট। আজ ঢাকাটাইমসকে এমনটাই জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ভারতীয় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী ও ইংল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান সকার গ্রুপ উইকে এ ব্যাপারে একমত হয়েছে। তবে বিষয়টা নিয়ে আরো আলোচনা করবে তিনটি প্রতিষ্ঠান। এরপরই কর্মপন্থা, সিডিউল ইত্যাদি ঠিক করা হবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক।আবু নাঈম সোহাগ বলেন,‘ হ্যাঁ, ২০১৬-১৬ মৌসুমে আমরা ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগ করার ব্যাপারে একমত হয়েছি। ৬-৭টি দল নিয়ে হতে পারে এ টুর্নামেন্ট। বিষয়টা নিয়ে আমরা আবারও আলোচনায় বসব।’প্রসঙ্গত, ভারতেও শুরু হয়েছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। সেখানকার একটি দলের কোচ হিসেবে কাজ করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো।