নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না রিয়াজ
বিনোদন ডেস্ক: কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষের’ পর নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেলেও এখনই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না রিয়াজ।‘ঢাকা অ্যাটাক’ নামের এই ছবিটির পরিচালকের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তাও হলেও অসুস্থতার কারণে সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন রিয়াজ।এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এখন আমি সুস্থ থাকলেও যে ধরনের কাজ করলে শরীরের ওপর ধকল পড়বে না; এমন কাজই করছি এখন। সবকিছু মিলিয়ে ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রস্তাবটি আর গ্রহণ করা সম্ভব হচ্ছে না।’এদিকে, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির ঢাকার অংশের শুটিংও প্রায় শেষ। অবশ্য, নুহাশপল্লীতে যে দৃশ্যগুলো ধারণ করা হবে তা এখনো বাকি।রিয়াজ তার চিকিৎসকের কাছ থেকে সবুজসংকেত পেলেই ঢাকার বাইরে সফর করতে পারবেন বলে জানিয়েছেন।প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং চলাকালীন রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ।হার্টে ব্লক শনাক্ত করার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রিং (স্টেন্ট) পরানো হয়। প্রাথমিকভাবে চিকিৎসক তাকে ছয় মাস বিশ্রামে থাকতে বললেও ৮ নভেম্বর থেকে আবারও এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেন তিনি।এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘আমি সারা জীবন কাজ নিয়েই ব্যস্ত থেকেছি। হুট করে টানা ছয় মাস কাজকর্ম বাদ দিয়ে ঘরে বসে থাকা আমার জন্য খুবই কষ্টকর হতো। তা ছাড়া চিকিৎসকের মতে এ সময়টাতে আমার মানসিকভাবে উৎফুল্ল থাকাটাও জরুরি। তাই সব দিক বিবেচনা করেই এখন কাজ করছি।’উল্লেখ্য, হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বরে, কৃষ্ণপক্ষের মুক্তি দেওয়ার কথা থাকলেও রিয়াজের অসুস্থতার কারণে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় এ ছবির কাজ কিছুটা পিছিয়ে পড়েছে।