হরতালকে উপেক্ষা করেই রাজধানীতে চলছে যানবাহন
সুরমা টাইমস ডেস্ক: যুদ্ধাপরাধী মুজাহিদের ফাঁসির প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে উপেক্ষা করে রাজধানীর সড়কগুলো চলছে যানবাহন। সকালে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচলও বেড়েছে।রাজধানীর আব্দুল্লাপুর, রাজলক্ষ্মী, বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, বনানী, গুলশান-১ ও ২ এবং বাড্ডা এলাকায় ঘুরে এ চিত্র দেখা গেছে। এসব এলাকায় গণপরিবহন, সিএনজি অটোরিক্সা ও প্রাইভেট কারের চলাচল বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে। যানবাহনের পাশাপাশি সড়কে রিক্সাও চলতে দেখা গেছে।মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয় শনিবার রাতে। এর প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে দলটি।হরতালকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও সতর্ক অবস্থানে রয়েছেন।এদিকে কর্মজীবী মানুষেরাও হরতাল মানছেন না। তারা নিজেদের প্রয়োজনে রাস্তায় নেমে এসেছেন। বেলা সাড়ে ১১টায় বাড্ডা লিংক রোডে সুপ্রভাত বাস থেকে নেমে কর্মস্থলে যাওয়ার জন্য সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আফজাল হোসেন।আফজাল বাংলানিউজকে বলেন, ‘ভয় পেলে তো হবে না, ভয় পেলে আমাদের রুটি-রুজির টিকবে না। সেই বিষয় বিবেচনা করেই বাসা থেকে বের হয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী ঘুম থেকে জেগে উঠেছে। পুলিশ যদি এমনভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে তবে রাস্তায় বের হতে ভয় পাবে না কেউই।’