ফেব্রুয়ারীতে বিদেশ ভ্রমন যাবেন বিশ্বনাথ প্রেসকাবের সাংবাদিকরা
বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ প্রেসকাবের মাসিক সভা গত শুক্রবার রাত ৯টায় পুরানবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ফেব্রুয়ারী মাসে বিদেশ ভ্রমন, ২০১৬ সালের ২রা জানুয়ারী দেশে ‘ফ্যামেলি ডে’ উদযাপনসহ কাবের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বিশ্বনাথ প্রেসকাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, নূরউদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, আবুল কাশেম।