জাতীয় শ্রমিকলীগ ওসমানীনগর উপজেলার সম্মেলনে সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা
গত ২১ নভেম্বর জাতীয় শ্রমিকলীগ ওসমানীনগর উপজেলার সম্মেলন নিয়ে সংঘর্ষের ঘটনায় ২২ নভেম্বর আপনাদের পত্রিকায় জেলা শ্রমিকলীগের নামে আসা প্রেস রিলিজের মাধ্যমে যে বক্তব্য দেয়া হয়েছে তা জেলা শ্রমিকলীগের কোন সম্পর্ক নেই। এই বিষয়ে জেলা শ্রমিকলীগ অবগত নয়। ওসমানীনগর উপজেলা শ্রমিকলীগের সম্মেলনে যারা সম্মেলন বানচাল করেছেন, তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই বিষয়ে জেলা শ্রমিকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি না নিয়ে কোন ধরণের প্রেস রিলিজ বা কোন ধরণের বক্তব্য না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।