নবীগঞ্জের কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী পেলেন সংশপ্তক ‘ভাসানী স্মৃতি পুরস্কার-২০১৪

Songsoptok Picture Fainalউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ জাতীয় পত্রিকাগুলোর সাহিত্য ও শিশু কিশোর পাতা, খুললেই যাঁদের লেখা পাওয়া যায় কবি ও ছড়াশিল্পী পৃথ্বীশ চক্রবর্ত্তী তাদের অন্যতম। এক যুগেরও বেশি সময় ধরে তিনি শিশু-কিশোরদের জন্য ছড়া-কবিতা এবং বড়দের জন্য কবিতা, সমকালীন ছড়া, অণুকাব্য ইত্যাদি লিখে যাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে (জাতীয় প্রেস কাবের বিপরীতে) “সংশপ্তক” ও “আমরা কুঁড়ি”র যৌথ আয়োজনে “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৪” উপলে ‘কৃতি শিশু শিল্পী সংবর্ধনা’, মজলুম জননেতা মরহুম মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী স্মরণে “ভাসানী স্মৃতি পুরস্কার” ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুতোষ ছড়া সাহিত্যে বিশেষ কৃতিত্ব অর্জনের স্বীকৃতি স্বরূপ কবি ও ছড়াশিল্পী পৃথ্বীশ চক্রবর্ত্তী কে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক “ভাসানী স্মৃতি পুরস্কার-২০৪” তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের সভাপতি যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল, বিশেষ অতিথি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান, কর কমিশনার বীর মুক্তিযোদ্ধা ড.এস.এম.জাহাঙ্গীর আলম, সংশপ্তকে’র চেয়ারম্যান মোস্তাক আহমেদ লিটন, আমরা কুঁড়ি’র মহাসচিব ফেরদৌস আরা বন্যা, অধ্য শামীম নূর, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোটের সাধারণ সম্পাদক শিশু সাহিত্যেক হানিফ খাঁন, আমরা কুঁড়ি’র উপদেষ্টা শফিকুল ইসলাম কাঞ্চন, শিা মন্ত্রণালয়ে কর্মরত নিরঞ্জন চক্রবর্ত্তী, কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক প্রমুখ।

এছাড়াও তিনি দুর্বার ম্যাগাজিন সম্পাদনায় ‘বাসন্তী সাহিত্য পুরস্কার-২০০২’, ‘কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পুরস্কার-২০০৬’, ‘বাংলাদেশ পয়েটস কাব ও বাংলাদেশ পলী সাহিত্য গবেষণা পরিষদ’ কর্তৃক কবিতায় ‘জাতীয় সাহিত্য সম্মেলন সম্মাননা-২০১৪’, ‘আমীর প্রকাশন ও এডুকেশন কালচালার লিটারেচার রিচার্স ডেভেলফম্যন্ট’ কর্তৃক ছড়া সাহিত্যে ‘আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার-২০১৪’, সাপ্তাহিক বর্ণমালা কর্তৃক ছড়া সাহিত্যে ‘বাংলার বর্ণমালা ২০১৪’ লাভ করেন।