কাফনের কাপড় মাথায় বেঁধে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ অব্যাহত
২২ নভেম্বর ২০১৫ রবিবার সকাল ১০টায় এমপিও’র দাবিতে শিক্ষক সমাবেশ
আজ আন্দোলনের ২৬ তম দিনে ও শিক্ষক-কর্মচারীদের কাফনের কাপড় মাথায় বেঁধে প্রতিবাদ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নি¤œ-মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জাতীয় প্রেসকাবের সামনে আজও মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। উল্লেখ্য চলতি কর্মসূচির শুরুতে ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেসকাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৬ দিন অনশন পালিত হয়। ১৭তম দিনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ এবং ১৮তম দিনে শূন্য থালা হাতে নিয়ে প্রতিবাদ, ২০তম দিনে অর্ধপ্রজ্বলিত মোমবাতি নিভিয়ে প্রতীকী প্রতিবাদ, ২১তম দিন থেকে গণসাক্ষরতা শুরুর পাশাপাশি অবস্থান কর্মসূচি, ২২তম দিন থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন। গতকাল সংগঠনের সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু আশা ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপই কেবল অধিকার বঞ্চিত শিক্ষক কর্মচারীদের সমস্যার সমাধান করতে পারে। তিনি প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন যাতে শিক্ষকগণ রাজপথ ছেড়ে প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে। সভাপতি অধ্যক্ষ মোঃ এশারত আলী এমপিওভুক্তির দাবি না আদায় হওয়া পর্যন্ত মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। সেই সাথে আগামী ২২ নভেম্বর ২০১৫ বরিবার সকাল ১০টায় জাতীয় প্রেসকাবের সামনে শিক্ষক সমাবেশ সফল করার জন্য সারাদেশের সকল নন-এমপিও শিক্ষক কর্মচারীদের আহ্বান জানান।