হকার্সরা ফুটপাতে ব্যবসা করছে, ব্যবসা করবে : প্রকৌশলী এজাজ
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট মহানগর শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেছেন, সিলেটের হকার্সরা ফুটপাতে ব্যবসা করছে, ব্যবসা করবে। হকার্সদের ফুটপাত থেকে কেউ ওঠাতে পারবে না। উঠাতে হলে আগে তাদেরকে বসার স্থান নির্ধারণ করে তাদেরকে উঠাতে হবে। বর্তমান শেখ হাসিনার সরকার শ্রমিকের সরকার, গরীবের সরকার, তাই জাতীয় শ্রমিকলীগ হকার্সদের পাশে আছে, পাশে থাকবে। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে, অনতিবিলম্বে বিচারের রায় কার্যকর করার জোর দাবী জানান।
গতকাল বৃহস্পতিবার সকালে হরতাল বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে হকার্সলীগ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হকার্সলীগের উপদেষ্ঠা আউয়াল হোসেনের সভাপতিত্বে ও মহানগর হকার্সলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব আলীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, শাহরিয়ার কবির সেলিম, নাজমুল আলম রুমেল, নুরুল আমিন, ফরহাদ আহমদ, শেখ তোফায়েল আহমদ, সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপু, শ্রমিকলীগ নেতা মকবুল হোসেন, শাহ আলম সুরত, এজাজ আহমদ ভূইয়া, শাহ আলম, এবিএম বাচ্চু, মুহিবুর রহমান চৌধুরী, শফিকুর রহমান, শফিক আহমদ, আতিয়া রহমান, দুলাল আহমদ, অপূর্ব চৌধুরী, দ্রুব জ্যোতি দে, মতিউর রহমান রফিক, আব্দুল জলিল, মুজিবুর রহমান, আব্দুল মান্নান, কুনু মিয়া, হরিলাল দাস, সমিরণ নন্দী, এরশাদ আলী প্রমুখ।