ফরিদপুরের চম্পা হত্যা মামলায় ৪ জনের ফাঁসি
সুরমা টাইমস ডেস্কঃ ফরিদপুরের বহুল আলোচিত নবম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানা চম্পা হত্যার রায়ে চারজনের ফাঁসির অাদেশ দিয়েছেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের হাকিম আব্দুর রহমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- শামিম মণ্ডল, বাবু হোসেন, আকাশ ও জাহিদ। চম্পা সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের মৃত মো. জাহাঙ্গীর মিয়ার মেয়ে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১৩ ডিসেম্বর এই চার আসামি গায়েহলুদের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী মেহগনি বাগানে পালাক্রমে ধর্ষণ করে। পরে চম্পা এই ঘটনা সকলকে বলে দেবে বললে তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়।
১৫ ডিসেম্বর তার ভাই মো. হাসিবুল ইসলাম বাদী হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম ২০১৩ সালের ২০মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন।