সাকা চৌধুরীর রিভিউ শুনানি আজ হচ্ছেনা
সুরমা টাইমস ডেস্কঃ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি পিছিয়েছে। আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে শুনানিটি ‘আজ হচ্ছে না (নট টুডে)’ বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ আপিল বেঞ্চেই শুনানি অনুষ্ঠিত হবে। অন্য বিচারপতিরা হচ্ছেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তবে এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। বুধবার এর আদেশের দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত।
মঙ্গলবারের কার্যতালিকায় আবেদন দু’টি যথাক্রমে ২ ও ৩ নম্বরে ছিল। মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষে দু’জনের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময়ের আবেদন জানিয়ে বলেন, একটি শুনানি শেষ করেছি। আজকের মতো অন্যটির শুনানি মুলতবি চাইছি। এরপর ‘নট টুডে’ বলে আদেশ দেন আপিল বিভাগ।