জাকের আহমদ বৃটিশ কাউন্সিলের কানেক্টিং কাস রুম প্রজেক্টের অ্যামব্যাসেডার নিযুক্ত
কেএম আব্দুল্লাহ গোলাপগঞ্জ থেকে: গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের ইংরেজী শিক্ষক জাকের আহমদ ‘বৃটিশ কাউন্সিল’এর কানেক্টিং কাস রুম প্রজেক্টের অ্যামব্যাসেডার নিযুক্ত হয়েছেন। বৃটিশ কাউন্সিলের উদ্যোগে বিগত কবছর থেকে নিয়মিত বিভিন্ন র্কোস ও পরীক্ষা পরিচালনার পাশাপাশি তৃতীয় বিশ্বের দেশগুলোর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে “কানেক্টিং কাসরুম” নামে একটি বিশেষ প্রজেক্ট চালু করেছে। তারই অংশ হিসেবে বৃটিশ কাউন্সিল দেশের প্রতিটি অঞ্চলের জন্য বিশেষ প্রতিনিধি বা স্কুল অ্যামব্যাসেডার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সারা দেশকে ১৫টি অঞ্চলে ভাগ করে ১৫ জনকে অ্যামব্যাসেডার নিযুক্ত করেছে।
সিলেট বিভাগের জন্য নিযুক্ত অ্যামব্যাসেডার গোলাপগঞ্জের এমসি একাডেমী (মডেল স্কুল ও কলেজ) এর ইংরেজি শিক্ষক জাকের আহমদকে বৃহত্তর সিলেট অঞ্চলের কমপক্ষে ৩০টি বিদ্যালয় নির্বাচিত করে কাজ করার দায়িত্ব প্রদান করা হয়। মনোনীত স্কুলগুলো যদি বৃটিশ কাউন্সিলের নির্দেশনা মোতাবেক কাজ করে যায় তাহলে তাদেরকে ইন্টারন্যাশনাল স্কুল এ্যাওয়ার্ড (আইএসএ) এ ভূুষিত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধির জন্য বৃটিশ কাউন্সিল শিক্ষকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করবে। বৃটিশ কাউন্সিল কানেক্টিং কাসরুম প্রজেক্টের স্কুল অ্যামব্যাসেডার জাকের আহমদ সিলেট অঞ্চলের প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও অন্যান্য ক্যাটাগরির শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অত্র প্রজেক্টে অন্তর্ভূক্ত হয়ে কাজ করার জন্য তাদের প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান প্রধানের নাম, দুইজন শিক্ষককে কো-অর্ডিনেটার নিযুক্ত করে তাদের মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা সহ (লধশবৎ.ধযসবফ@মসধরষ.পড়স) ই-মেইলে তথ্য পাঠানোর জন্য আহবান জানিয়েছেন।