১১ মাসের ১১ তারিখে ১১ খেলোয়ার নিয়ে ১১ তম ‘বাংলাওয়াশ’
সুরমা টাইমসঃ ১১ নভেম্বর- বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয় মাশরাফি বাহিনী। এই ম্যাচেই জয় তুলে নিয়ে ‘হোয়াইটওয়াশ’ এর সংখ্যাটা এগারোতে উন্নিত করলো বাংলাদেশ।
প্রাণ আপ তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচেই মাশরাফি বাহিনী সহজ জয় পেয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। শনিবার প্রথম ম্যাচে ১৪৫ রানে জয় পায় মাশরাফির দল। সোমবার দ্বিতীয় ম্যাচে আসে ৫৮ রানের জয়। বুধবার সিরিজের শেষ ম্যাচে ৬১ রানে জয় পায় মাশরাফিবাহিনী।
ফলে তিন ম্যাচ সিরিজটা ৩-০ তে জিতে বাংলাদেশ। গত বছর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। এবার নিয়ে তিনবার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ।
যদিও ২০১১ সালে নিউজিল্যান্ডকে ৪-০ তে সিরিজ হারানোর পর সেটিকে ‘বাংলাওয়াশ’ বলে আখ্যা দেন ধারাভাষ্যকার আতহার আলী খান। সেই হিসেবে জিম্বাবুয়েকে এই সিরিজে ৩-০ তে হারানোকে ‘বাংলাওয়াশ’ বলা যায়।
যদিও সাম্প্রতিক সময়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ‘বাংলাওয়াশ’ শব্দটির পরিবর্তে ‘হোয়াইটওয়াশ’ শব্দটির ব্যবহারকেই উৎসাহিত করেছেন। ২০০৫-০৬ মৌসুমসহ, ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ মোট ২০টি ওয়ানডে সিরিজ জিতেছে। এর মধ্যে এগারোটিতে প্রতিপক্ষকে তুলোধুনো করে হোয়াইটওয়াশের স্বাদ নেয় বাংলাদেশ।