পেসারদের নিয়ে কোনো শঙ্কা নেই

Asia Cup T20স্পোর্টস ডেস্কঃ দুপুর ২টার দিকে মিরপুর শেরে বাংলা মাঠ থেকে নিজেই গাড়ি চালিয়ে বের হয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা। অবশ্য এসেছিলেন সকাল সাড়ে ৯ টার দিকে। এরপর জিম শেষ করে সংবাদ মাধ্যমের সঙ্গে জমিয়ে আড্ডাও দেন। মাশরাফিকে বেশ ফুরফুরে দেখালেও জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের সামনে এখন কঠিন মিশন। ২৪শে  ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে এশিয়াকাপের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হবে তার দল। এই টুর্নামেন্ট শেষ হতেই ছুটতে হবে ভারতে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে ওঠার জন্য লড়তে হবে বাছাই পর্বে। সেখান থেকে উৎরে গেলেই মূল পর্বে অপেক্ষা করছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষ। এর আগে অবশ্য ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমানের বাধা পার হতে হবে। দেশের সেরা অধিনায়ক ও পেসারের নেতৃত্বে এশিয়াকাপ ও বিশ্বকাপে খেলবেন চার তরুণ পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও আবু হায়দার রনি। মাশরাফিসহ দলের পেসার দিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছিল। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর টানা বিশ্রামে দলের পেসাররা এখন বেশ ভালোভাবে প্রস্তুত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে। এই বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়জিদ ইসলাম খান বলেন, ‘মাশরাফি সহ দলের সব পেসারই এখন সুস্থ আছে। তাদের কেউই তেমন কোন ইনজুরিতে নেই। আমি মনে করি এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রস্তুত তারা।’
এর আগে অবশ্য মিরপুর শেরে বাংলা মাঠে পেসার আল হোসেন আমিনকে ঘুরতে দেখা গেল। কেমন আছেন বলতেই, হেসে উঠলেন। বলেন, ‘বেশ ভালই আছি। ভাল অনুশীলন হচ্ছে। কোন সমস্যা নেই।’ কিন্তু চট্টগ্রামে কিভাবে প্রস্তুতি নিলেন, আলাদা কোন কিছু ছিল কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন। বললেন, ‘অনুশীলনের ধরন নিয়ে বাইরে বলা নিষেধ আছে দল থেকে।’ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন। কিন্তু মাঠে নামার সুযোগতো হয়নি। উল্টো দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশে ফিরত পাঠানো হয়েছিল  তাকে। তাই কথা বলতে চোখে মুখে একটু ভয়ের ছাপও দেখা গেল। ভয়টাও প্রকাশ পেলো যখন বললেন, ‘আসলে এমনিতেই ঝামেলা হয়, তাই দলের পক্ষ থেকে কিছু বলতে না করলে সেটি বলে আরও ঝামেলাতে পড়তে চাই না।’  এই  পেসারকে নিয়ে ফিজিও বলেন, ‘আল আমিন এখন বেশ ভালো আছে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে। এর আগে বিপিএলও বেশ ভালো করেছে। ওর তেমন কোনো সমস্যা নেই।’ অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরি আক্রান্ত মুস্তাফিজুর রহমানকে নিয়ে শঙ্কার কথা শোনাগেলেও তা একেবারেই উড়িয়ে দেন ফিজিও বায়জিদ। তিনি বলেন, ‘আমিতো মনে করি না ওকে নিয়ে কোনো শঙ্কা আছে আর। ও বেশ ফিট আছে বলও করছে। আশা করি এশিয়াকাপে ভালোই  খেলবে।’
অন্যদিকে মাশরাফি বাহিনীর তরুণ পেসার তাসকিন যেন ইনজুরির বিষয়ে অধিনায়কেরই ছায়া। একের পর এক ছোট-বড় ইনজুরি দলে তাকে লম্বা সময় স্থায়ী হতেই দিচ্ছে না। কিন্তু বিশ্বকাপ ও এশিয়াকাপ দলে আছেন এই পেসার। তার ইনজুরি সমস্যা নিয়ে ফিজিও বলেন, ‘তাসকিন এখন খুব ভালো অবস্থায় আছে। ও বেশ ভালোভাবেই বল করতে পারছে। আমি বিশ্বাস করি তাসকিন এশিয়াকাপে ও বিশ্বকাপে ভালই খেলতে পারবে।’ এছাড়াও দলে সদ্য সুযোগ পাওয়া আবু হায়দার রনিকে নিয়েও চিন্তার কিছু নেই বলে জানান ফিজিও।
সর্বোপরি দলে অধিনায়ক মাশরাফিকে নিয়ে অবশ্য চিন্তাটা সব সময়ই থেকে যায়। বিপিএল’র পর সেই তার ইনজুরি ও শারীরিক অবস্থা নিয়ে একটু শঙ্কাই তৈরি হয়েছিল। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে চারম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালোভাবেই তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। তার বিষয়ে ফিজিও বলেন, ‘মাশরাফির বিষয়টা আলাদা। ও বেশ ভালো আছে এখন।’ এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের পেসাররা বেশ ভালোভাবেই প্রস্তুত। এই বিষয়ে আত্মবিশ্বাসী ফিজিও বায়জিদ বলেন, ‘সব অনুশীলনেই পেসারদের নিয়ে আলাদাভাবে কাজ হয়। ওদের একটি দিনও বসে থাকতে দেখিনি। আমি মনে করি পেসাররা কোন শঙ্কাতেই নেই। সবাই প্রস্তুত আছে মাঠে সুযোগ পেলে ভালো কিছু করার জন্য।’
মূলপর্ব ফিকশ্চার

২৪শে ফেব্রু.    বাংলাদেশ-ভারত মিরপুর সন্ধ্যা ৭টা
২৫শে ফেব্রু.     শ্রীলঙ্কা-বাছাই দল মিরপুর সন্ধ্যা ৭:৩০
২৬শে ফেব্রু.     বাংলাদেশ-বাছাই দল মিরপুর সন্ধ্যা ৭:৩০
২৭শে ফেব্রু.     ভারত-পাকিস্তান মিরপুর সন্ধ্যা ৭:৩০
২৮শে ফেব্রু.     বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর সন্ধ্যা ৭:৩০
২৯শে ফেব্রু.    পাকিস্তান-বাছাই দল মিরপুর সন্ধ্যা ৭:৩০
১লা মার্চ     ভারত-শ্রীলঙ্কা মিরপুর সন্ধ্যা ৭:৩০
২রা মার্চ     বাংলাদেশ-পাকিস্তান মিরপুর সন্ধ্যা ৭:৩০
তরা মার্চ     ভারত-বাছাই দল মিরপুর সন্ধ্যা ৭:৩০
৪ঠা মার্চ     পাকিস্তান-শ্রীলঙ্কা মিরপুর সন্ধ্যা ৭:৩০
৬ই মার্চ    ফাইনাল মিরপুর সন্ধ্যা ৭:৩০