চুনারুঘাটে এক মাদ্রাসা ছাত্রসহ তিন জনের বিষপান ॥ দুইজনের মৃত্যু
এম এস জিলানী আখনজী : চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ও ২নং আহম্মদাবাদ ইউপির মাদ্রাসা পড়ওয়া ছাত্রসহ বিষপানে দুই জনের মৃত্যু ও অপর একজন আহত হওয়ার খবর পাওয়া যায়। গঠনা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর উপজেলার চাদ্দাম বাজারের ইকরতলী গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ১পুত্র ও ১মেয়ে সন্তানের জনক তারা মিয়া (৩৫) সকাল সাড়ে ১১টায় ধান ক্ষেতে বিষ দেওয়ার নামে বাড়ি থেকে বিষ সঙ্গে নিয়ে নিজ ফল বাগানে বসে বিষ পান করে। এখবর জানার পর তার আত্মীয় স্বজনরা প্রথমে চুনারুঘাট হস্পিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক সিলেট নেওয়ার কথা বলে। পরে তাকে সিলেট উসমানী মেডিকেল হস্পিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এব্যাপারে স্থানীয় ইউপি মানিক মেম্বার জানান, নিহত তারা মিয়া (৩৫) মাত্রালঙ্গন মাদক সেবনের ফলে অনেকটা মানসিক রোগীর মত হয়েছিল। অপর দিকে গত ১২ নভেম্বর ২নং আহম্মদাবাদ ইউপির বগাডুবি গ্রামের বাবুল মিয়ার পুত্র আমতলী গাউসিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শাহ আলম (১৩) সন্ধ্যা ৭টার দিকে বিষপানে মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। বগাডুবি গ্রামের দুলাল মিয়ার মাধ্যেমে জানা যায়, শাহ আলম ছোট বেলা থেকেই অনেকটা পাগলের বেশে ছিল। অন্যদিকে পিত্রালয়ে আটককৃত স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আহত হয় উপজেলার গাজিপুর ইউনিয়নের ক্বারী শাহ বস্তি গ্রামের রমিজ আলীর ছেলে আস্বক আলী (২০)। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বেলা ২ টার দিকে পিত্রালয়ে ১মাস আটক থাকা স্ত্রীর তাহমিনা আক্তার (১৭) এর উপর অভিমান করে আত্মহত্যার জন্য বিষপান করে রমিজ আলীর পুত্র আশ্বক আলী। এলাকার লোকজন জানান, গত ৪মাস আগে প্রেম করে বিয়ে করে একই গ্রামের ছিদ্দিক মিয়ার কন্যা তাহমিনা আক্তার ও আশ্বক আলী। ৩মাস সংসার করার পর গত ১মাস আগে পালিয়ে গিয়ে পিত্রালয়ে আটক হয় তাহমিনা। গ্রাম্য মুরব্বিয়ানদের দ্বারা সমস্যার শেষ কোন সমাধান না হওয়ায় আত্মহত্যার জন্য বিষপান করে আশ্বক আলী ।আহত আস্বক আলীকে চুনারুঘাট হস্পিটালে ভর্তি করা হলে সুস্থ হয়ে বাড়ি ফিরেন।