কমলগঞ্জে বক্তব্য প্রতিযোগিতায় ১ম হয়েছে নৌশিন

nousin (1)বিশ্বজিৎ রায়,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলা গণগ্রন্থাগার মিলনায়তনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৫ উপলক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়োজিত ‘নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ’ শীর্ষক বক্তব্য প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নৌশিন আতিয়া রহমান। গত ২৮ অক্টোবর ২০১৫ খ্রি. তারিখে অনুষ্টিত এ বক্তব্য প্রতিযোগীতার ফলাফল আজ ঘোষনা করা হয়। নৌশিন ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার বাবা ডা. মো: আব্দুর রহমান ইসলামপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিক্যাল অফিসার। মা মোছা: রাবেয়া খাতুন একজন গৃহিণী। নৌশিনের মূল বাড়ি শ্রীমঙ্গলের হুগলিয়া গ্রামে। তার শখ গান শোনা আর কবিতা আবৃত্তি করা। তিনি ভবিষ্যতে বিসিএস প্রশাসন কর্মকর্তা হতে চান। সে সবার কাছে দোয়াপ্রার্থী।