পনিটুলা আখড়ায় অষ্টপ্রহর লীলা সংকীর্ত্তণ ১৭ নভেম্বর

প্রভুপাদ শ্রীশ্রী নরোওম গোস্বামী মহারাজের তিরোধান তিথি উপলক্ষে অষ্ঠপ্রহর ব্যাপী শ্রীশ্রী লীলা সংকীর্ত্তণ মহোৎসবের আয়োজন করা হয়েছে। সিলেট নগরীর শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, পল্লবী আ/এ, পনিটুলায় এই মহোৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, পরিবেশনায় শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল। রাত ৮টায় মহোৎসবের শুভ অধিবাস, পরিবেশনায় শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল। ১৭ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্ম মুহূর্ত থেকে অষ্ঠপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তণ শুরু । দুপুর ১টায় গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। লীলা সংকীর্ত্তণ পরিবেশন করবেন শ্রী বিনোদ বিহারী দাস (বাবুল), শ্রী নিশিকান্ত তালুকদার, শ্রী রতন মনি দাস ও শ্রী অধীর ভৌমিক । ১৮ নভেম্বর দধিভান্ড ভঞ্জন ও সংকীর্ওন সমাপন ।
লীলা সংকীর্ত্তণ মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দ ও অনুরাগীদেরকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পনিটুলা সিলেটের শ্রীগুরু চরণাশ্রিত শ্রীশ্রী নিত্যানন্দ মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি।