কমলগঞ্জ পৌরসভা নির্বাচনঃ দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ ॥ ভোটারদের সাথে কুশল বিনিময়

Picবিশ্বজিৎ রায়, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
তফসিল ঘোষণা না করলেও মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় সম্ভব্য মেয়র প্রার্থীরা এলাকায় গনসংযোগ ও কুশল বিনিময়ে ব্যস্ত সময় কাটাছেন। নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে পৌর এলাকায় প্রতিটি ঘরে ঘরে। ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন একঝাঁক মেয়র প্রার্থী। দলীয় প্রতীকে নির্বাচন হবে- এমন নিয়ম হওয়ায় স্থানীয় থেকে কেন্দ্র পর্যন্ত চলছে লবিং । বিএনপির প্রার্থীরা কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আর আওয়ামীলীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন। স্থানীয় থেকে কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হচ্ছেন তারা। এরা হলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ সম্পাদক মো. জুয়েল আহমদ। উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন। আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে লবিং করলেও বিএনপির প্রার্থীরা ব্যক্তি ইমেজকেই প্রাধান্য দিচ্ছেন বেশি। নির্বাচনী মাঠে আছেন সাবেক পৌর বিএনপির সভাপতি বর্তমান মেয়র আবু ইব্রাহিম জমসেদ, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক হাছিন আফরোজ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর সহধর্মিণী রৌশন আরা মুজিব, জাকারিয়া হাবিব বিপ্লব, পৌর নাগরিক কমিটির আহ্বায়ক প্রভাষক নজরুল ইসলাম স্বতন্ত্র হিসেবে মাসুক আহমদ। তারা নিজেদের অবস্থান তুলে ধরে সকল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমর্থন পেতে ব্যস্ত সময় ব্যয় করছেন। পৌর এলাকার অলিগলি আর পাড়া-মহল্লায় করছেন উঠান বৈঠক। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ডিজিটাল বিলবোর্ড টাঙিয়ে দোয়া চাওয়ার চেয়ে ভোর থেকে রাত ১০-১১টা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতাকর্মীর সমর্থন ভাগিয়ে নিতে। সাধারণ ভোটারদের সমর্থন আদায়েও তাদের কমতি নেই চেষ্টার। আর সমর্থন আদায়ে মধ্যরাতে দলের স্থানীয় সিনিয়র নেতাদের সঙ্গে করছেন বৈঠক। নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল বিলবোর্ড টাঙিয়ে রোজার ঈদ থেকে বর্তমান মেয়রসহ অন্যান্য মেয়র ও কাউন্সিল প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করার পাশাপাশি গণসংযোগ করছেন পাড়া-মহল্লায়। আওয়ামী আসন্ন নির্বাচনকে ঘিরে মাঠে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড়ঝাঁপে পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা হিসাব-নিকাশ। আওয়ামী লীগ ও বিএনপি থেকে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন তা এখনও পরিষ্কার নয়। এ নিয়ে সম্ভাব্য দলীয় প্রার্থীরা এক ধরনের অনিশ্চয়তায় থাকলেও হাল ছাড়তে রাজি নন কেউ। তার সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা। কমলগঞ্জ পৌরসভা ৩০টি গ্রামের সমন্বয়ে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ধলাইনদী বিভক্ত করে গেছে পৌরসভাকে। তাই এপার ওপার নিয়েও রয়েছে বিভক্তি। ধলাই নদীর পূর্ব পারে পৌরসভার ৫টি ওয়ার্ড আর পশ্চিম পারে রয়েছে ৪টি ওয়ার্ড। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৬৬৮টি। সাবেক বিএনপি নেতা বর্তমান মেয়র আবু ইব্রাহিম জমসেদ সততা-ন্যায়বিচার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে মাঠে গণসংযোগ ও পাড়া-মহল্লায় বৈঠক করছেন। তিনি নাগরিক সেবার দিক দিয়ে পৌর এলাকায় কিন ইমেজ গড়ে তুলায় ভাল অবস্থানে রয়েছেন। অপর দিকে যুব সমাজে ও দলের মধ্যে ভাল অবস্থান রয়েছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক জুয়েল আহমদ। জুয়েল আহমদ বলেন, আওয়ামী লীগ, যুবলীগের তৃণমূলের নেতাকর্মীসহ পৌর এলাকার সকল শ্রেণী-পেশার জনগণ আমার সঙ্গে রয়েছেন। আমার যোগ্যতা ও অবস্থান বিবেচনায় আশা রাখি দলীয় মনোনয়ন আমিই পাব।