বিদেশে ও চাল রপ্তানী শুরু করেছি —শিল্পমন্ত্রী

6. amo_12526মোঃ আল-আমিন ঝালকাঠিঃ- ঝালকাঠি-২ আসন’র সংসদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ‘বলেছেন বাংলাদেশে আওয়ামীলীগ সরকারই কৃষি ও কৃষকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৯৬ সালে আ’লীগ সরকার গঠন করার পর ২০০০ সালে এ দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়। আমি খাদ্যমন্ত্রী থাকাকালীন ২০০১ সালে ক্ষমতা হস্তান্তরের সময় দেশে খাদ্য উদ্বৃত্ত ছিলো। কিন্তু পরবর্তী সরকার দেশকে আবার খাদ্য ঘাটতি উপহার দেয়। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা বিদেশে চাল রপ্তানী শুরু করেছি। ঝালকাঠির নলছিটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে রবি, খরিফ-১/২০১৫-১৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫শ ৮৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৩৭কেজি গম, ভূট্টা, খেসারি ও ফেলন এবং ৬০কেজি ডিএপি ও ৩০ কেজি এমওপি রাসয়নিক সার বিতরণ করেন শিল্পমন্ত্রী। নলছিটি উপজেলা প্রশাসন ও  কৃষিসম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নমিতা দে। উপজেলা কৃষি সম্প্রসরণ কর্মকর্তা রফিকুল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ’র প্রশাসক ও জেলা আ’লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল¬াহ পনির, ঝালকাঠি বার এসোসিয়েসন’র সভাপতি ও পিপি আঃ মান্নান রসুল, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুছ লস্কর ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক আবু বকর ছিদ্দিক।