কেমুসাসের ৮৮৬ তম সাহিত্য আসর অনুষ্ঠিত
সাহিত্যে হাজার হাজার বছরের সত্য ও সুন্দরের দৃষ্টির প্রয়োজন
দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৮৬ তম সাপ্তাহিক আসর ৫ নভেম্বর ২০১৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য সাহিত্য সভায় কেমুসাসে’র সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন, সাহিত্যে হাজার হাজার বছরের সত্য ও সুন্দরের দৃষ্টির প্রয়োজন। সৃজনশীলতার প্রাণজ্জ্বল ভুবনে ডুব দেবার আহবান করে। কবিতা কখনো মানুষকে থমকে রাখে না। যুগের সাথে সময়ের সাথে চলতে উপযোগী করে তুলে। কবিতা সত্য ও স›ুদরের প্রতিচ্ছবি। বক্তারা আরো বলেন-আমাদের কবিতা ভাবনায় যদি মানুষের কল্যান নিহিত থাকে, মানুষের আশা বেদনার কথা থাকে, তাহলে এই কবিতা হবে আমাদের প্রাণের কবিতা।
আল-ইসলাহ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সাহিত্য সভায় আলোচনায় অংশ নেন- কবি সৈয়দ আলী আহমদ, গল্পকার সেলিম আউয়াল, গবেষক সৈয়দ মবনু, কবি মুসা আল হাফিজ, কবি মামুন সুলতান।
মামুন হোসেন বিলালের সঞ্চালনায় লেখা পাঠে অংশ নেন-সালেহ রাশেদ, আলী হাফিজ, মোহাম্মদ আলী, মুহা. মামুন বিন রশিদ, রহমত উল্লাহ, সৈয়দ মুক্ত দা হামিদ, মোহাম্মদ আনওয়ার আলী,দিলোয়ার হোসেন দিলু, আলাল আহমাদ, শাহ মিজান, বশিরুল আমিন, নাঈমা চৌধুরী, শহিদুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন মাষ্টার, রাজ্জাক রাজু, সৈয়দ কামরুল হাসান, সিদ্দিক আহমদ, হেলাল উদ্দীন দাদন, সিরাজুল হক, মিছবাহ উদ্দীন, আব্দুল হামীদ। সাহিত্য আসরের বন্ধু শিশির মনির মিনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫ লাভ করায় তাকে সাহিত্য আসরের পক্ষ থেকে আল-ইসলাহ সম্পাদক ফুলেল শুভেচ্ছা জানান। সাহিত্য আসরের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরাফাত রহমান। সাহিত্য আসরে সেরা লেখক নির্বাচিত হন সালেহ রাশেদ। -বিজ্ঞপ্তি।