জেলহত্যা দিবস উপলক্ষ্যে জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নের আলোচনা সভা
জেল হত্যা দিবস উপলক্ষে জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জালালাবাদ গ্যাস অফিস মিলনায়তনে এ সভা করা হয়।
এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ’র সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহ আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করতে হবে। জাতীয় চার নেতার হত্যাকারিদের বিদেশ থেকে ফেরত এনে বিচারের রায় অবিলম্বে কার্যকর করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শামীম রশীদ চৌধুরী, সহ-সভাপতি মো. আব্দুল জলিল, মো. আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শিরু, সিলেট অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ ও মহানগর শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আহমদ টিপু।
সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা প্রকৌশলী আনোয়ার হোসেন, মো. নুরুল আমীন জাকারিয়া, আতিকুর রহমান, আহমদ টিপু, গিয়াস উদ্দিন আহমদ, নাজমুল আলম রুমেল, ফয়ছল মাহমুদ, শফিক মিয়া, গিয়াস উদ্দিন চৌধুলী, আব্দুর রকিব, মীর ইয়াকুব আলী দুলাল, এবিএম বাচ্চু মিয়া প্রমুখ।