বালাগঞ্জে মা-শিশু কৈশোরকালিন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ পরিবার পরিকল্পনা, মা-শিশু, কৈশোরকালিন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ ২০১৫ উপলক্ষে বালাগঞ্জে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদাল মিয়া।
পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আউয়ালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেফা বেগম, উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা বেগম, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, সাংবাদিক রজত দাস ভুলন, শাহাব উদ্দিন শাহিন, মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ। আগামী ৭-১২ নভেম্বর ২০১৫ স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে অনুষ্ঠিত এ সভায় বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মিরা উপস্থিত ছিলেন।