বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্টিত
সুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সিলেট জেলা শাখার মাসিক মতবিনিময় সভা আজ নগরীর জিন্দাবাজার অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। এতে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা: আ.ফ.ম জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা: শামীম আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ডা:এস.কে পাল শৈলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ম্যাটস এর ব্যবস্থাপনা পরিচালক বিমলেন্দু পাল রন্টু। এসময় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন, ডা: আপ্তাব উদ্দিন (সাবেক মেম্বার), ডা: বিভাংশু গুন বিভু,অরুন কুমার সরকার ,ডা: বদিউজ্জামান , ডা: ফারুক আাহমদ , ডা: ইমাম আহমদ ,ডা : হারুনুর রশিদ ,ডা: বজলুর রশিদ আনু।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট ম্যাটস এর ব্যাবস্থাপনা পরিচালক বিমলেন্দু পাল রন্টু বলেন, গ্রাম কল্যাণ সমিতির সকল সদস্যদেও কে তাদেও নিজ নিজ ফার্মেসীর যাবতীয় কাগজ পত্র , ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স নবায়ণ কওে রাখার আহবান জানান।