কলঙ্কজনক ভাবে পার হল ৪০ টি বছরঃ জেল হত্যা দিবস
সুরমা টাইমস ডেস্ক: আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস যার মধ্যদিয়ে দেশের ইতিহাসে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় পার করল ৪০টি বছর।১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।ঐ ঘটনার আগে সে বছরই ১৫ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।এরপরই এই জাতীয় চার নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিন দশকেরও বেশি সময় পরে পরবর্তীতে ঐ হত্যাকাণ্ডের বিচার হয়।বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত এবং তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খোন্দকার মোশতাক আহমদের প্ররোচণায় একশ্রেণির উচ্চাভিলাষী মধ্যম সারির জুনিয়র সেনা কর্মকর্তা এ নির্মম হত্যাকাণ্ড ঘটায়। দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়ের দিবসটি আজ।জাতি চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে আজ শোকাবহ দিবসটিকে স্মরণ করছে। রাষ্ট্রীয়ভাবে এবং আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে সারা দেশে পালিত হবে শোকাবহ এই দিবস।