১০ নভেম্বর দেশে ফিরছেন খালেদা
সুরমা টাইমস্ ডেস্ক: অবশেষে চিকিৎসা শেষে ১০ নভেম্বর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করা হলেও এবার নির্ধারিত তারিখেই তিনি দেশে ফিরবেন বলে দলটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এদিকে, লন্ডনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে খালেদা জিয়া বলেছেন, চিকিৎসার জন্য ঈদুল আযহার আগে লন্ডনে গিয়ে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানদের সঙ্গে আছেন তিনি। দীর্ঘদিন দূরে থাকার কথা নেতাকর্মীদের জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘চিকিৎসার পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এখানে এসেছি।’ তবে এখন দেশে ফিরতে চান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘বহুদিন পর পরিবারের সঙ্গে দেখা এবং তারা ছাড়তে চায় না। আরও থাকতে বলে। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন দেশের কী অবস্থা! আমার দেশে যাওয়া প্রয়োজন। সেজন্য আমাকে দেশে যেতে হবে।’ এর আগে চিকিৎসার জন্য ১৫ দিনের কথা বলে ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। তারপর দেশে ফেরার একাধিক তারিখ পরিবর্তন করেছেন তিনি। তবে এবার ১০ নভেম্বর দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।