উইমেন্স হাসপাতালের ৩ ডাক্তারের আদালতে হাজিরা সোমবার
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলাকারী ৩ ডাক্তারসহ ৪ জন আজ সোমবার আদালতে হাজির হচ্ছেন। চিকিৎসায় অবহেলায় সাংবাদিকপুত্র সাফির অঙ্গহানির ঘটনায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক গত ২৮ জুলাই হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্টার ডাক্তার জাবের আহমদ, ডা. তানভীর আহমদ চৌধুরী ও ইন্টার্ণ শাফিনাজ মোস্তফাসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেন।
গত ১৮ জানুয়ারি নগরীর নয়াসড়কস্থ বাসার দরজার হেজবল্টে চাপ লেগে আঘাতপ্রাপ্ত হয় সিলেট টিুিভ ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি বদরুর রহমান বাবরের ছেলে ছেলে সাফি। ডানহাতের তর্জনিতে রক্তক্ষরণ শুরু হলে বাসার পার্শ্ববর্তী সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে সাফিকে নিয়ে যান। চিকিৎসায় অবহেলার কারণে তার ছেলের আঙ্গুল পরবর্তীতে অপারেশনের মাধ্যমে কেটে ফেলতে বাধ্য হন।
এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি সাংবাদিক বদরুর রহমান বাবর বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ মতামত গ্রহণ করেন। আদালতের নির্দেশে গঠিত তদন্ত কমিটি চিকিৎসায় অবহেলার কারণে আংশিক অঙ্গহানি সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। এদিকে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক গঠিত আরেকটি তদন্ত কমিটিও চিকিৎসায় অবহেলার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেছে।
আদালত বিশেষজ্ঞ তদন্ত কমিটির মতামত পেয়ে অভিযোগ আমলে নিয়ে গত ২৮ জুলাই চিকিৎসায় অবহেলাকারী ডাক্তার ও ইন্টার্ণে বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২ নভেম্বর এ মামলায় অভিযুক্তরা আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। এদিকে ২৮ জুলাই বিএমডিসির রেজিস্টারের সাথে দেখা করে চিকিৎসায় অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান সাংবাদিক বদরুর রহমান বাবর।