মধ্যরাতে রাস্তার সংস্কার কাজ থামিয়ে দিলেন ১৫নং ওয়ার্ডবাসী
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের রাস্তা মেরামত করতে এসে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়েন সংশ্লিষ্টরা। অবশেষে মেরামত কাজ বন্ধ করে দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আমীন বাকের। রবিবার রাত সাড়ে ১১টায় দিকে ঘটনাটি ঘটেছে নগরীর পূর্ব ধোপাদিঘিরপাড় এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশেনের উদ্যোগে নগরীর ধোপাদিঘির পূর্ব পাড়ে একটি রাস্তা সংস্কার কাজ শুরু হয় রবিবার রাতে। কিন্তু মেরামত কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ সঠিকভাবে না করায় এলাকার লোকজন রাস্তা কাজে বাধা দেন।
একপর্যায়ে স্থানীয় কাউন্সিলরও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তখন স্থানীয়দের দাবির মুখে রাস্তা মেরামতের কাজ বন্ধ ঘোষণা করেন কাউন্সিলর বাকের।
কাউন্সিলর বাকের জানান, ধোপাদিঘির পাড়ে একটি রাস্তায় মেরামত কাজ করছিল সিটি করপোরেশন। কিন্তু এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মেরামত কাজ বন্ধ করা হয়েছে।