ছাতকে হাতকড়াসহ পলাতক আসামী কবির গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল

Chhatak-Kabirছাতক প্রতিনিধি : ছাতকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পলাতক আসামী কবির মিয়া (৩০) কে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। নয় দিন পর মঙ্গলবার রাতে উপজেলার কালারুকা এলাকা থেকে ভারতীয় অফিসার চয়েজ মদের বোতলসহ তাকে গ্রেফতার করা হয়। কবির কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের শফিক মিয়ার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সির নেতৃত্বে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় এসআই মুর্শেদ, এসআই অমৃত, এসআই গোলাম মোস্তফা, এসআই সাইফ, এসআই অমিতাভ অভিযানের সাথে ছিলেন। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬মাসের জেল প্রদান করা হয়। গত ৭জুলাই বিকেলে সুনামগঞ্জ জেল হাজতে নিয়ে যাওয়ার পথে চেচান ব্রীজ এলাকা থেকে হাতকড়াসহ কবির পালিয়ে যায়। দায়িত্বে অবহেলার কারনে আসামীর সাথে থাকা কনষ্টেবল মিরাজ সিকদার ও আবুল হাসনাতকে বরখাস্ত করা হয়।