মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ আহত ২৫ বাড়ী-ঘরে হামলা ভাংচুর, পুলিশের গুলি ও টিয়ার সেল

হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি ॥
মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে শুক্রবার সকালে পূর্ব বিরোধের জের ধরে কয়েক দফা সংর্ঘষে শিশু ও মহিলাসহ উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষের বাড়ী-ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মনবাড়ীয়া ও হবিগঞ্জের আধূনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটাস্থলে পৌছে ৫২ রাউন্ড সট গানের গুলি ও ৮ রাউন্ড কাদানো গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়-উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের লুৎফুর রহমান ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সম্প্রীতি দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বার্ধে এবং এ নিয়ে উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেন। এর জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে বি-বাদমান দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। দুপুর প্রায় ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের মহিলা ও শিশুসহ কমপক্ষে ২৫জন আহত হয়। এ সময় উভয়পক্ষের বাড়ী-ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় মেন্দি আলী (৪৫) আজগর আলী (৩৩) মোশাহিদ (২৮) মজিরা বেগম (২৬) আব্দুল্লা (২৫) মিজান (১৮) খালেদা (৩৫) শাহজাহান (৪০) শিব্বির আহম্মদ (২২) লিটন মিয়া (১২) নূর আলী (৪০) জালাল মিয়া (৩৫) জসিম (৩০) মারুফ (৩৫) শুকুর মিয়া (৩০) মোস্তাক মিয়া (২২) বোরহান (১২) বশির মিয়া (৩০) রিফাত বেগম(৭০) দুলাল মিয়া (৬০ কে ব্রাহ্মনবাড়ীয়া ও হবিগঞ্জের আধূনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটাস্থলে পৌছে ৫২ রাউন্ড সট গানের গুলি ও ৮ রাউন্ড কাদানো গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।