কাশ্যপ কল্যাণ পরিষদের শারদীয়া বস্ত্র বিতরণ
শ্রীশ্রী শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে বালাগঞ্জ উপজেলার রাধাকোনা সার্বজনীন পূজা মন্ডপে বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে গরীব ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সিলেট জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি পুলিন সরকার, পরিষদের সিলেট জেলা সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস, সিলেট মহানগর সাধারণ সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত বিশ্বাস, বাসন্তি নন্দি, বিজিত সরকার, কার্তিক বিশ্বাস, গুনোমনি বিশ্বাস, পলাশ বিশ্বাস, দূর্জয় বিশ্বাস ও রঞ্জিত সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধাকোনা সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রভাত রায় এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডা: রমা কান্ত বিশ্বাস।