গোলাপগঞ্জের নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সভা
কে.এম. আব্দুল্লাহ, গোলাপগঞ্জ থেকে ঃ গোলাপগঞ্জের বাঘায় সুরমা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ইঞ্জিন চালিত নৌকার মাঝিদের উপর হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বাঘা ইউনিয়নের লালনগর হেকিম আলী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকিত। এলাকার প্রবীণ মুরব্বি তাহির আলীর সভাপতিত্বে ও এনামুল হক এনামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক ফয়জুর রহমান মাস্টার, মুহিবুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মোস্তফা মুছা, বিশিষ্ট সমবায়ী ব্যক্তিত্ব আরজমন্দ আলী, রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির সেলিম, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, কয়েছ আহমদ, মুক্তার আলী, গোলাপগঞ্জ কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেবুল আহমদ, ফজলুল আলম, লিয়াকত আলী, জাকির হোসেন। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন বাতির আলী, অলিউর রহমান, সুলেমান আলী মেম্বার, গোলাপগঞ্জ মৎস্য বাজারের সভাপতি ইজ্জাদ আলী, জুবের আহমদ, মটুক মিয়া, আলী আকবর, আলী আহমদ, আব্দুল মতিন, আলম উদ্দিন, কমর উদ্দিন, আলাল আহমদ, আলমগীর, বাহার আহমদ, তুরু মিয়া, হারুন মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন সুরমা নদীর বালুচর হইতে অবৈধ বালু উত্তোলনের ফলে লালনগর গ্রাম, নদীর অপর পাড়ের নদীর তীরবর্তী ফুলবাড়ী গ্রাম, ঐতিহ্যবাহী এমসি একাডেমী স্কুল ও কলেজ, গোলাপগঞ্জ বাজার ও বাজার জামে মসজিদ নদী ভাঙ্গনে পড়ার সম্ভবনা রয়েছে। তাই তারা উল্লেখিত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের দাবী জানান এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। তারা এলাকার নিরীহ নৌকার মাঝিদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানান।