নবীগঞ্জে উপজেলা জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দের ৭ টি ইউনিয়নে ২০ টি দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নের ২০ টি দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দিনব্যাপী নেতৃবৃন্দ ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত সার্বজনীন পূজা মন্ডপ,ইছবপুর সার্বজনীন পুজা মন্ডপ,দিঘলবাক ইউনিয়নের দৌলতপুর ভৈরবথলী পুজা মন্ডপ,বানীপাতা পুজামন্ডপ,আউশকান্দি ইউনিয়নের সনাতন সংঘ পুজা মন্ডপ,দেবপাড়া ইউনিয়নের নারান্দি পঞ্চবর্ন পুজা মন্ডপ, পঞ্চবর্ন যুবসংঘ পূজা মন্ডপ,করগাও ইউনিয়নের বড়শাকোয়া-বৈলাকীপুর দূর্গা মন্ডপ,আচার্য্যবাড়ী পুজা মন্ডপ,রতন দাশের বাড়ী পুজা মন্ডপ, ৮ নং সদর ইউািনয়নের আদিত্যপুর নবজাগরন সংঘ,আদিত্য ঠাকুর বাড়ী পুজা মন্ডপ,তাজপুর ইয়ুথ ক্লাব পুজা মন্ডপ,মাধবপুর প্রতিমা সংঘ পুজা মন্ডপ,বাউসা ইউনিয়নের গোপেন্দ্র পালের বাড়ী পুজা মন্ডপ,রিপাতপুর মহাজন বাড়ী পুজা মন্ডপ,রবীন্দ্র পালের বাড়ী সার্বজনীন পুজা মন্ডপ,কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি ধরনী দেবের বাড়ী পুজা মন্ডপ পরিদর্শন করেন। নবীগঞ্জ উপজেলা জাতীয় হিন্দু মহাজোটর সভাপতি এড.রাজীব কুমার দে তাপস,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,যুগ্ম সম্পাদক পিন্টু রায়,সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়ু,নির্বাহী সদস্য শিক্ষক শিলাপদ দাশ,সহ যুব বিষয়ক সম্পাদক বকুল চক্রবর্তী,প্রচার সম্পাদক জ্যোতিষ সরকার,সহ-প্রচার সম্পাদক লিপ্টু তালুকদার রিপ্টু প্রমূখ নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে রড় শাখোয়া পুজা মন্ডপের সভাপতি পিন্টু দাশ কটন,সাধারন সম্পাদক বিদ্যুত পাল,অলক দাশ,লুহিত চৌধুরী,বিন্দু ভুষন পাল,খোকা দাশ,গঙ্গেশ দাশ,দিনেশ পাল, রনজিত পাল,কুলিন সরকার,আচার্য্য বাড়ী পুজা মন্ডপের সভাপতি মন্টু লাল আচার্য্য,সাধারন সম্পাদক কিরন সুত্রধর,কমল আচার্য্য,মাধবপুর প্রতিমা সংঘের সভাপতি শিক্ষক ভুপেন্দ্র চন্দ্র দাশ,সাধারন সম্পাদক সিতাংশু দাশ,ভানু লাল দাশ,ইনাতগঞ্জ মধ্যসমেত সার্বজনীন পুজা মন্ডপের সভাপতি কানু লাল রায়,সাধারন সম্পাদক নিশি কান্ত রায়,ইছবপুর সার্বজনীন পুজা মন্ডপের সভাপতি হরষমনি সুত্রধর,সাধারন সম্পাদক নৃপেশ সুত্রধর, সাংাবাদিক রাকিল হোসেন,চিনু সুত্রধর, পরাশ সুত্রধর,বিজন আচার্য্য,দৌলতপুর ভৈরবথলী পুজা মন্ডপের সভাপতি রাধা রমন সরকার, সাধারন সম্পাদক নরেন্দ্র দাশ,মানবাধিকার কর্মী আব্দুল বাছিত,আউশকান্দি সনাতন সংঘের সভাপতি আশোতোষ চক্রবর্তী, সাধারন সম্পাদক নিখিল রঞ্জন ধর, নারান্দি পুজা মন্ডেেপর সভাপতি সমিরন কর,সাধারন সম্পাদক প্রিয়তোষ পাল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,উপজেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল রবী,নবীগঞ্জ সদর ৮ নং ইউনিয়নের আদিত্যপুর নবজাগরন সংঘের সভাপতি কাজল রায় কৃপাংশু সাধারন সম্পাদক দীপক রায়,যুগ্ম সাধারন সম্পাদক কাজল রায়,পঞ্চবর্ন পুজা মন্ডপের সভাপতি কাজল চন্দ্র কর,সাধারন সম্পাদক হরিপদ আচার্য্য,গোপেন্দ্র পালের বাড়ী পুজা মন্ডপের সভাপতি গোপেন্দ্র পাল,সাধারন সম্পাদক সুমন পাল,কৃপেশ পাল,রিপাতপুর মহাজন বাড়ীর পুজা মন্ডপের সভাপতি জীতেন্দ্র পাল, সাধারন সম্পাদক পিন্টু পাল,মান্দার কান্দি ধরনী দেবের বাড়ী পুজা মন্ডপের সভাপতি প্রনব দেব,সাধারন সম্পাদক বাপ্পন ভট্টাচার্য্য,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,ইউপি পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অঞ্জন পুরকায়াস্থ,বাসু পাল মহিলা সম্পাদিকা লিপি পাল প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত থেকে অতিথিদের শুভেচ্ছা জানান।এছাড়া গত সোমবার রাতে নেতৃবৃন্দ নবীগঞ্জ পৌর এলাকার কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন। নেতৃবৃন্দ উপজেলায় সবকটি মন্ডপে সুন্দর ও সুষ্ঠভাবে পুজা উদযাপনে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী বছর থেকে সার্বজনীন শারদীয় দূর্গপুজায় ৩ দিনের সরকারী ছুটি ঘোষনার জন্য সরকাররের প্রতি জোর দাবী জানান।