নবীগঞ্জে বিশ্ব জন সংখ্যা দিবস ২০১৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

DSC07828উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিশ্ব জন সংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জনসংখ্যা দিবস উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদ থেকে নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে “তারুণ্যে বিনিয়োগ আগামী উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক জুয়েল আহমেদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাফক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান,মা-মনির উপজেলা কোঃ অর্ডিনেটর রায়হান আহমদ । অন্যান্যেও মাঝে বক্তব্য রাখেন শাহীনা বেগম প্রমুখ। অনুষ্টানে কোরআন তেলায়াত করেন জালাল উদ্দিন ও গীতা পাঠ করেন কংকু সিন্ধু রায় এবং স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাহাদাত হোসেন। উপজেলায় পরিবার পরিকল্পনা প্রকল্পে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরুস্কৃত ও সনদপত্র প্রদান করা হয়। এতে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী স্মৃতি রানী দাশ চৌধুরী, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শক বীনা রায়, শ্রেষ্ঠ পরিবার কল্যান কেন্দ্র ৯নং বাউসা ইউপি,শ্রেষ্ঠ ইউনিয়ন বাউসা ইউপি, শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা সুর্য্যের হাসি ক্লিনিককে পুরুস্কৃত এবং সনদ পত্র প্রদান করা হয়।