শ্রীমঙ্গলে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সিসি ক্যামেরা স্থাপন
জীবন পাল, শ্রীমঙ্গল থেকেঃ সারা বাংলাদেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা । শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সারা দেশেই নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মত চায়ের রাজধানী পর্যটন নগরী শ্রীমঙ্গল উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারী রাখার লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সোমবার সকালে শহরের চৌমুহনা চত্ত্বরে শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের নেতা, সাংবাদিক ও সূধীজনদের নিয়ে এ ক্যামেরা স্থাপন কর্মসূচীর উদ্বোধন করেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় শ্রীমঙ্গল থানার বিভিন্ন উপ-পরিদর্শকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অফিসার ইনর্চাজ মাহবুবুর রহমান জানান, শ্রীমঙ্গল চৌমুহনাসহ বিভিন্ন পূজামন্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে এসব সিসি ক্যামেরা গুলো স্থাপন করা হবে। যা নাশকতাসহ বিশৃঙ্খলাকারীদের সনাক্ত করতে সহায়তা করবে।