সিলেট জেলা ছাত্র মৈত্রীর আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষার বৈষম্য নিরসনের জন্য ছাত্র ছাত্রীদেরকেই সর্বপ্রথম এগিয়ে আসেতে হবে
———————–কমরেড সিকান্দর আলী
একমুখি বিজ্ঞান ভিত্তিক সেকুলার শিক্ষা পদ্ধতি চালু করতে হবে। একটি স্বাধীন রাষ্ট্রে বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি থাকতে পারে না, এতে মেধার সঠিক মূল্যায়ন করা হয় ন। উপরোক্ত কথাগুলো প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে। ছাত্র-ছাত্রীদের শুধু পড়াশুনা করে সার্টিফিকেট অর্জন করলেই হবে না সঠিক জ্ঞানী হয়ে উঠতে হবে। নতুনত্ত্বের ধ্যান ধারণার চর্চা করতে হবে এবং রাজনীতির সঠিক ইতিহাস জানতে হবে ও নিজের মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই আমাদের দেশ থেকে সমাজের বৈষম্য চিরতরে বিনাস হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্র মৈত্রীর সভাপতি স্বপন দাস এবং সভা পরিচালনা করেন মাসুদ রানা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়র্কার্স পার্টির শিক্ষা বিভাগের প্রধান ও সদস্য শরিফ সমশির, যুব মৈত্রীর সহ সভাপতি মুহিত খান, সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ, ছাত্র মৈত্রীর সহ সভাপতি মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ভব জ্যোতি দে রাজু, দপ্তর সম্পাদক সারতি উরাও, সদস্য শিমা মাল, শিপা উরাও, আমিনা বেগম পিউরি, মোঃ রোকন উদ্দিন, জুবায়ের আহমেদ, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গোলাম কিবরিয়া, হাফিজুর রহমান, মাহবুব রহমান, মোঃ বাসার আব্বাস, রায়হান আহমদ, নোসাদ, তিমরুল আলম চৌধুরী, আহসান আহমেদ, শুভ অর্নব, রিতা ও নবজিৎ প্রমুখ।