মদনমোহন কলেজে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ১
সুরমা টাইমস ডেস্কঃ মদনমোহন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রুমেল আহমদ নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে ক্যাম্পাস থেকে সাহেদ আহমদ নামের এক ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ আটক করেছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার বেলা ২টার দিকে মদনমোহন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় রুমেল আহমদ নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, খবর পেয়ে পুলিশ সংঘর্ষ থামাতে কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় সাহেদ আহমদ নামের এক ছাত্রলীগ কর্মীকে ছুড়াসহ আটক করা হয়।
সংঘর্ষ ও আটকের বিষয়টি জানিয়েছেন- লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই সুহেল আহমদ। তিনি জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।