ছাত্রলীগ নেতা তুষারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, থানায় জিডি
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারসহ তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি করেছেন চাকুরিজীবি সেবুল আহমদ। বৃহস্পতিবার বিকেলে তিনি সাধারণ ডায়রি নং-৬৪৯ দায়ের করেন।
এতে তিনি অভিযুক্ত করেন- মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার (২৪), সুবিদবাজার এলাকার মাকসুদ (২৫) ও শাহপরারণ থানার উপশহর এলাকার মাসকু (২৩)।
জিডি সূত্রে জানা যায়,ঈদ উল আযহায় তুষার, মাকসুদ,মাসকুকে নিয়ে গার্ডেন টাওয়ারের পেছনে পশুর হাট বসান চাকুরিজীবি সেবুল আহমদ। পরবর্তীতে ঈদের আগের দিন তুষারের নির্দেশে বিবাদীরা সেবুল আহমদের কাছ থেকে অন্যান্য লোকজনের টাকাসহ তার টাকা আত্মসাৎ করে নেয়। এরই প্রেক্ষিতে বিবাদীরা ১০ অক্টোবর সন্ধ্যায় সেবুলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় বিবাদীরা সেবুল আহমদকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকিও প্রদান করে।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পশ্চিম চৌকিদেখী এলাকার বাসিন্দা সেবুল আহমদ এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি করেছেন।