শাবির আবাসিক হলে প্রীতিভোজ অনুষ্ঠিত

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

শাবি প্রতিনিধি : আনন্দময় পরিবেশে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সৈয়দ মুজতবা আলী হলে এক প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার রাতে আবাসিক হলের শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া।
প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজন করার জন্য ভিসি আমিনুল হক ভূঁইয়া সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, হলের সকল প্রকার সমস্যার সমাধান এবং লেখাপড়ার পরিবেশ বজায় রাখার জন্য শাবি প্রশাসন সর্বদা কাজ করে যাবে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির ছাত্র কল্যাণ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার, সাবেক প্রক্টর প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, বর্তমান প্রক্টর প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী, সৈয়দ মুজতবা আলী হলের প্রথম প্রভোস্ট প্রফেসর ড. নিয়াজ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও সহকারী প্রক্টর সৈয়দ মোঃ ওমর ফারুক প্রমুখ।
সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য’র তত্ত্বাবধানে এবং গণিত বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান’র পরিচালনায় সকলের অংশগ্রহণে মনোরম পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠান মধ্যরাতে শেষ হয়।