অবশেষে গ্রেফতার এমপি লিটন
সুরমা টাইমস ডেস্কঃ শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত ১০টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর পর রাত পৌনে ১১টার দিকে তাকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে। ২৫ মিনিট পর রাত সোয়া ১১টার দিকে গাইবান্ধার উদ্দেশ্যে লিটনকে নিয়ে রওনা হয় ডিবির একটি দল। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গতকালই নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেন। ফলে তাকে গ্রেফতারে আইনগত বাধা দূর হয়। এরপরই রাতে গ্রেফতার হন সরকারি দলের বিতর্কিত এই এমপি। তিনি উত্তরায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। গ্রেফতারের সময় ডিবির সঙ্গে গাইবান্ধা জেলা পুলিশের একটি দলও ছিল।