উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
“জ্ঞানই জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নবীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের হল রুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহ-কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা রিসোর্স কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ, ব্রাক কর্মকর্তা মিসবাউজ্জামান, শিক্ষক আলী আমজদ মিলন, সাংবাদিক আশাহীদ আলী আশা, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলমগীর চৌধুরী বলেন- দুর্যোগ প্রশমন ও দুর্যোগ মোকাবেলায় প্রাণীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা প্রধান বিষয়। গাছপালা কেটে ধ্বংস করা ও নদী থেকে বালু উত্তোলনের মতো কাজ মানুষের সৃষ্ট দুর্যোগ। দুর্যোগকে প্রশমিত করার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে। দুর্যোগ প্রশমনে বাস্তবভিত্তিক জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সাধারণ