নবীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
“জ্ঞানই জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নবীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের হল রুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহ-কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা রিসোর্স কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ, ব্রাক কর্মকর্তা মিসবাউজ্জামান, শিক্ষক আলী আমজদ মিলন, সাংবাদিক আশাহীদ আলী আশা, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলমগীর চৌধুরী বলেন- দুর্যোগ প্রশমন ও দুর্যোগ মোকাবেলায় প্রাণীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা প্রধান বিষয়। গাছপালা কেটে ধ্বংস করা ও নদী থেকে বালু উত্তোলনের মতো কাজ মানুষের সৃষ্ট দুর্যোগ। দুর্যোগকে প্রশমিত করার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে। দুর্যোগ প্রশমনে বাস্তবভিত্তিক জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সাধারণ